• +8801920170413
  • azizislam50@gmail.com

After MBBS

কেই এমবিবিএস এর পরে দেশে/দেশের বাইরে ক্যারিয়ার করার ব্যাপারে জানতে চেয়ে পোস্ট দিচ্ছেন। সবার জন্য কমন উত্তর হিসেবে লিখছি। উল্লেখ্য তথ্যগুলো বিভিন্ন গ্রুপ এবং সিনিয়র ডাক্তারদের পোস্ট থেকে সংগৃহীত।

এমবিবিএস করার পরঃ

১)বাংলাদেশে যা যা করতে পারেনঃ

#চাকরিঃ

সরকারি বিসিএস (২ বছর বাধ্যতামূলক গ্রামে থাকতে হবে), বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোর (ক্যাপ্টেন হিসেবে পদায়ন),

#বেসরকারি চাকরিঃ ট্রেনিংসহ- কিছু বেসরকারি হাসপাতালে (BIRDEM, UNITED, Holy Family etc) মেডিকেল অফিসার হিসেবে চাকরি করে নির্দিষ্ট সময় মেয়াদী পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং কাউন্ট করিয়ে নেয়া যায়, সাথে বেতন আছে, বিনাবেতনে অনারারী।

#ট্রেনিং ছাড়াঃ ইনডোর/আউটডোর মেডিকেল অফিসার হিসেবে বিভিন্ন হাসপাতাল/ক্লিনিকে চাকরি/খ্যাপ, লেকচারার হিসেবে বিভিন্ন মেডিকেল কলেজে চাকরি।

#রিসার্চ ভিত্তিক চাকরিঃ ICDDRB, BRAC, other NGOs, (পাবলিক হেলথ এ ক্যারিয়ার করতে চাইলে এদিকে যাওয়া যেতে পারে)

#অন্যান্যঃ ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি, ব্যাবসায়িক প্রতিষ্ঠান যেমন গার্মেন্টস/স্কুলে ডাক্তার হিসেবে চাকরি, কোচিং, টিউশনি, ব্যবসা ইত্যাদি!

২)একাডেমিক ডিগ্রিঃ

FCPS

MCPS

MD/MS(Residency and Non-residency)

Diploma (offered by BSMMU: Diploma in Gyane & Obs., Cardiology, Ophthalmology, Child health Anesthesiology, DDV, Forensic Medicine, Dermatology, Pathology, Microbiology, ENT, DCP, DLO, DTCD, Diploma in Orthopaedic Surgery & General Surgery, DMU)

MPH/Public Health

MTM

M.Phil (Anatomy, Physiology, Biochemistry, Pharmacology Microbiology, Radiology & Imaging, Community Medicine, PSM, Immunology and Nuclear Medicine)

M.Med (Medical Education)

PhD

MBA (!)

Bio-medical Engineering

৩) দেশের বাইরেঃ

#লাইসেন্সিং এক্সামিনেশন (রেসিডেন্সি প্রোগামে পড়াশুনা, চাকরি, জিপি প্রাকটিস, সনোগ্রাফি)ঃ

*English Speaking Country:

USMLE(USA)

PLAB(UK)

AMC(Australia)

MCCEE,MCCQE(Canada)

PRES(Ireland)

NZREX(Newzealand)

Singapore (MRCP/MRCS করে লাইসেন্সিং পরীক্ষা দেয়া যাবে)

Malaysia (বাংলাদেশের শুধু ৪টা মেডিকেল কলেজ DMC, MMC, CMC, SOMC এর ডাক্তাররা সরাসরি পরীক্ষা দিতে পারবে অন্যরা MRCP/MRCS করে পরীক্ষা দিতে পারবে)

ARDMS (USA) (For Medical Diagonostic Sonographer, DMU করে দেয়া যাবে, ১ বছর এর ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স লাগবে, সুপারভাইজার এর রেকমেন্ডেশন লেটার লাগবে)

CARDUP (CANADA) (For Medical Diagonostic Sonographer, DMU করে দেয়া যাবে, ১ বছর এর ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স লাগবে, সুপারভাইজার এর রেকমেন্ডেশন লেটার লাগবে)

*Non-English Speaking Country:

Europe: ভাষা শিখতে হবে

Middle-east: সৌদি আরব, কাতার, ওমান, ইরাক ইত্যাদি (লাইসেন্সিং পরীক্ষা দিতে হয়, বর্তমানে বাংলাদেশ থেকে নিচ্ছে না)(শুধু মাত্র চাকরির জন্য, বেতন ভালো, ওখানে বসে MRCP/MRCS দেয়া যায়)

Maldives: (১ বছর মেয়াদী চুক্তি, শুধু চাকরি, বর্তমানে লোক নিচ্ছে, বেতন মোটামুটি ভাল, ওখানে বসে USMLE/AMC/PLAB/MRCP প্রিপারেশন নেয়া যায়)

অন্যান্যঃ (জানা নাই, গুগল করেন!)

#রয়েল কলেজ মেম্বারশিপ/ফেলোশিপ পরীক্ষাঃ

(UK/Ireland)

MRCP(UK)

MRCPI

MRCS(Intercollegiate)

DOHNS-MRCS(ENT)

MRCOG

MRCGP

MRCPCH

MRCPsych

MCEMMFPH(Part A & Part B/OSPHE.) (Public health) (http://www.fph.org.uk/exams)

FRCR

FRCA

FRCPath

FRCS

FRCOphth

FRCP

বাংলাদেশ থেকে যেসব বিদেশী পরীক্ষা দেয়া যায়ঃ

USMLE(step1,step 2CK)

PLAB(part 1)

MRCP UK(part 1,part 2 written)(London,Edinburgh,Glasgow)

MRCS(part A,England & Glasgow)(part B OSCE,England)

MRCOG(part 1,part 2 written)

MRCGP

#রিসার্চ সেক্টরঃ

MSc,MPH,MHA & PhD in USA,Canada

রিকয়ারমেন্ট- GRE, IELTS/TOEFL (কানাডার ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিতে এগুলো কিছুই লাগেনা)

Journal: প্রকাশিত জার্নালে নাম অথবা কাজ করার অভিজ্ঞতা থাকলে ভাল

MSc,MPH & PhD in UK,Australia

রিকয়ারমেন্ট-IELTS

Scholorships: Erasmas Mundus, DAAD ইত্যাদি অনেক ধরনের স্কলারশিপ বিশেষ করে কানাডা এবং ইউরোপে আছে।

source :https://www.platform-med.org/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *